মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ইয়াবা ব্যবসায়ী সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল ইসলাম পাভেলকে ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
পুরাতন কাচারী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল বুধবার দুপুরে গ্রেফতার করে ডিবি পুলিশ। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলহাজতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা খায়রুল ইসলাম পাভেলের বাড়ী সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামে বলে জানা গেছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের পুরাতন কাচারী সংলগ্ন এলাকা রাস্তা দিয়ে ১২ পিস ইয়াবাসহ যাওয়ার সময় ডিবি পুলিশ ১২ পিস ইয়াবাসহ খায়রুল ইসলাম পাভেল নামের এক যুবককে গ্রেফতার করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
মুন্সিগঞ্জ ডিবি পুলিশের ওসি এস এম আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃত খায়রুল ইসলাম পাভেলকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply