নাছির উদ্দিন : সিরাজদিখানে হরিনারায়ন সেন পিন্টু (৬১) নামের এক স্কুল শিক্ষকের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বাড়ি থেকে সিরাজদিখান যাওয়ার পথে অটোরিক্সার সামনের সিট থেকে পরে গিয়ে গাছের সাথে মাথায় আঘাত পেয়ে, তার এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানাযায়।
হরি নারায়ন টঙ্গিবাড়ি উপজেলার পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। গত ৩ মাস আগে তিনি অবসরে যান। তার পৈত্রিক বাড়ি সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামে। ৬ বছর যাবৎ তিনি পরিবার পরিজন নিয়ে উপজেলার মালখানগর গ্রামে বসবাস করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বিভিন্ন সুত্রে জানা যায়, সে সোমবার বেলা ১১ টায় বাড়ি থেকে বের হয়। ১২ টার দিকে তার স্ত্রী মালপদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মীনা’র মোবাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন আসে যে, তার স্বামী গুরুতর আহত। খবর পেয়ে সাড়ে ১২ টার দিকে তিনি হাসপাতালে ছুটে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। ঢাকার পান্থ পথে একটি প্রাইভেট হাসপাতালে পোৗছানোর আগেই শিক্ষক পিন্টু মারা যান। রাত ৮ টায় তার লাশ মালখানগর নিয়ে আসা হয়। রাত ১১ টায় মালখানগর ইউনিয়নের ফুরশাইল শ^শানে দাহ করা হয়। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানাতে পারেন নি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দুলাল হোসেন জানান, সোমবার বেলা ১২ টার দিকে ৩/৪ জন লোক তাকে ধরাধরি করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়া আসে। যরাা নিয়ে এসেছিল তাদের কাছ থেকে জানতে পারি হরিনারায়ন সেন পিন্টু অটোরিক্সার সামনের সিটে বসে ঝিমুচ্ছিল, হঠাৎ পরে গিয়ে রাস্তার পাশে গাছের সাথে আঘাত প্রাপ্ত হয়। কোথায় কখন হয়েছে এর বেশি জানতে পারি নাই। লোকগুলো পথচারি বলে চলে যায়। পিন্টু জানায় তার মোবাইলে স্ত্রী মীনার নাম্বারে ফোন দিতে। তার (পিন্টু) বামহাতের কণুইর উপরের হাড় ভাঙা ছিল, বাম চোখ, ও কপালসহ মাথার বাম সাইড গুরুতর আঘাত ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাড়ে ১২ টার দিকে তার স্ত্রী আসলে, তাকে ঢাকা মিটফোর্ড বা ঢাকা মেডিকেলে তারাতারি নিয়ে যেতে বলি।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন জানান এমন কোন তথ্য আমাদের কাছে নেই। হাসপাতাল থেকে কোন ফোন পাইনি।
Leave a Reply