জেলার শ্রীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শিক্ষকদের আনন্দ মিছিল হয়েছে। শনিবার (১০ নভেম্বর) দুপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম শ্রীনগর উপজেলা শাখার উদ্যোগে এই আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়ে শ্রীনগর কলেজ রোড, উপজেলা রোডসহ বিভিন্ন রাস্তা পদক্ষিণ করে শ্রীনগর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
শিক্ষক ফোরামের নেতারা এক পথ সভায় বলেন, ৫% বার্ষিক ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা প্রদানের ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।
এ সময় বক্তব্য রাখেন শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন, কোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শ্রীনগর উপজেলা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি আব্দুল বাতেন, কুকুটিয়া কমলাকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিমলানন্দ বসু, হোগলা গাঁও আবুল হাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ মিত্র, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার সাহা, উপজেলা শিক্ষক কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মনতোষ কুমার ধর, কুকুটিয়া কমলাকান্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম করিম, শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. সিদ্দিকুর রহমান খান, ষোলঘর উচ্চ বিদ্যালয় শিক্ষিকা নীপা আক্তার, হোগলা গাঁও আবুল হাশেম উচ্চ বিদ্যালয় শিক্ষিকা তাছলিমা আক্তার, রুসদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
নিউজজি
Leave a Reply