নীতির ভীতি – জসীম উদ্দীন দেওয়ান

রাজনীতিতে কিসের ধারা দিয়া?
বি চৌধুরী, কামাল, কাদের সিদ্দিকীরে নিয়া।
কেন এতো ঝড় ? আলোচনার পর, কাঁপে বড় দলীয় দুটো ঘর।
কে কার সাথে? ডান-বাম হাতে.বামও ডানে মাতে।
কি আছে তাতে, গদির সাধ যাতে!
সেইতো রাজনীতি, নীতির নেই প্রীতি।
দ্বন্ধ সংঘাতের ভুলে স্মৃতি,
কোন গীতিকার লিখলো গীতি?
হিরা ফেলে কাঁচের প্রতি, অাঁধার পথে বাড়ায় কি গতি?
নাকি প্রজন্ম পাচ্ছে সুন্দর অতি!
বলে দাও তুমি রাজ দরবারের পতি।।
এই কিসের রাজ চক্র, সরল রেখায় টানে বক্র?
রাজার রাজ্যে নীতির ভীতি, বৃদ্ধা আঙ্গুল উঠে অতি।
কি লাভ বা কতো ক্ষতি?
হিসেব মিলাতে জানবে কি জাতি?
চুপটি থাকি, এবার রাখি।
আরো দেখার কতো বাকি!

Leave a Reply