সিরাজদীখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার সিরাজদীখান বাজারে মুদি দোকান ও বেকারিতে অভিযান চালিয়ে অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিমের নেতৃত্বে অভিযান চালিয়ে দুটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ সুজি পাওয়া যাওয়ায় এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরির কারণে শাহাবুদ্দিন বেকারিকে পাঁচ হাজার এবং হাসান বেকারিকে তিন হাজার টাকাসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় এ জরিমানা করা হয়।

সমকাল

Leave a Reply