অনন্ত উৎসব রাতে,
সে মাতে মোর সাথে।
চান্দের পহর গতরে মেখে।
তারার আলোয় দেখে দেখে।
গহিন গাঙ্গের গভীরত্ব টেনে।
স্বর্গ বাসের মহিমা এনে এনে।
পিয়াসা মাতাল, পিপাসার পাতাল।
সুখের উল্লাসে পাড়ি দেয়া হলো যে খাল।
সুখের মর্মবানী, বলা হলো কানা কানি।
দুরত্বহীন সীমানা এতো কাছে আনি।
স্বর্গ সুখে বার বার ভাসে।
যে চাওয়া অনন্ত যুগ আসে।
Leave a Reply