সিরাজদিখানের ফুলহারে শীতার্তদের মাঝে কম্বল বিতরন ও ওয়ার্ড সভা

নাছির উদ্দিন : সিরজদিখানের রাজানগর ইউনিয় পরিষোদের চেয়ারম্যন কামাল হোসেন হাদীর উদ্যোগে গতকাল রবিবার বিকেল ৩টায় সিরাজদিখান উপজেলার রাজানর ইউনিয়নের ইউনিয়নের ১নং ওয়ার্ড ফুলহারের পুলঘাটে ওয়ার্ড সভ করা হয় এবং ৩০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। সভায় রাজানগর ইউনিয়ন পরিষদের সদস্য তৈয়ব আলী মৃধার সভাপতিত্বে ওয়র্ড সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জনাব কামাল হোসেন হাদী।

সভায় উপস্থিত জনসাধারন নিজেদের বক্তব্যে ওয়ার্ডের উন্নয়নের বিভিন্ন দাবি ও গ্রমবাসী র্দীঘ দনিরে আকাঙ্খা ফুলহার -সয়ৈদপুর ব্রীজের কাজরে অগ্রগতি সর্ম্পকে জানতে সভার প্রধান অতিথির সামনে উপস্থাপন করে। এলাকাবাসীর দাবি প্রেক্ষিতে চয়োরম্যান জানান আমি সর্বতœক চষ্টো চালেিয় যাচ্ছি এই ব্রীজটির জন্য। এই ব্রীজটি খুবই গুরুত্ব র্পূণ অত্র ইউনয়িনসহ আশপোশরে ২-৩টি ইউনয়িনরে জন্য। এসময় তনি অত্র গ্রামকে মডলে গ্রাম হসিেেব গড়ে তুলার ঘোষণা দনে।

দৈনিক সবুজ নিসানে পত্রিকার সিরাজদিখান প্রতিনিধির সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন হাজী কাজীম আলী বেপারী, মোঃ নূর ইসলাম, আব্দুল কুদ্দুস বেপারী, আব্দুল ওহাব, মোঃ লেহাজ উদ্দিন, মোঃ হজরত আলী ও মোঃ জামল মৃধা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Leave a Reply