জসীম উদ্দীন দেওয়ান: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুর চর ইউনিয়নে নুরু বাউল এবং নাছির মোল্লা গ্রুপের সংঘর্ষ থামাতে চিরনী অভিযানে নেমেছে পুলিশ। টানা সাত দিন ধরে থেমে থেমে চলা টেটা যুদ্ধ শনিবার ভোর থেকে বড় আকারে ছড়িয়ে পড়ে কয়েকটি গ্রামে। প্রথমে জাকির মোল্লার কনফেকশনারীতে অংগ্নিসংযোগের মাধ্যমে চলা সন্ত্রাস ছড়িয়ে উভয় পক্ষের ১৫ টি বাড়ি ভাঙ্গচুর হয়, এই সংঘাতে টেটাবিদ্ধ ১৫ জনসহ আহত হয় ৫০ জন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দীন জানান, সিরাজদিখান থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে না পারায় জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ এনে কয়েক ঘন্টা ব্যাপী চিরনী অভিযান চালিয়ে বিভিন্ন বাড়ি থেকে ২০ জনকে আটক এবং কয়েকশ টেটা জব্দ করেন। তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি। এই টেটা যুদ্ধে গেলো ২২ নভেম্বর ১১ জন টেটাবিদ্ধসহ আহত হয়েছলো ২০ জন।
Leave a Reply