জসীম উদ্দীন দেওয়ান : ১১ ডিসেম্বর শত্রু হটিয়ে মুক্তির স্বাদ গ্রহণ করেন মুন্সীগঞ্জের মানুষ। ১৯৭১ সালে মুন্সীগঞ্জকে শত্রু মুক্ত করতে ঝাপিয়ে পড়েছিলো এখানকার দামাল ছেলেরা। যুদ্ধ চলাকালীন সময় শহরের হরগংগা কলেজে টর্চার সেল তৈরী করে মুক্তিযোদ্ধাদের ধরে ধরে এনে নির্যাতন করে পাকহানাদাররা। জেলার বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধাদের সাথে পাকহানাদার বাহিনীর বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধ হয়। সেই সব যুদ্ধে শহীদ হয় অনেক মুক্তিযোদ্ধা। গজারিয়া নয়ানগরে তিন শতাধিক মুক্তিকামী মানুষকে গনহত্যার মতো বেশ কয়েকটি জায়গায় নির্মম গনহত্যা চালায় শক্র বাহিনী। মুক্তির নেশায় মেতে ওঠে জেলার দামাল ছেলেরা।
১০ ডিসেম্বর রাতে তারা সম্মিলীত আক্রমন চালালে পিছু হটতে থাকে পাকবাহিনী। শহর ছেড়ে মুক্তারপুর ধলেশ্বরী নদীতে ঠাঁই নেয় শক্রবাহিনী। রাতে কয়েক ঘন্টা উভয় পক্ষের সংঘর্ষ হলে এক পর্যায়ে পালিয়ে যায় পাকবাহিনীর দল। মুক্ত হয় মুন্সীগঞ্জ।
Leave a Reply