মিরকাদিম পৌরসভায় নৌকার সমর্থনে বিশাল জনসভা

চেতনায় একাত্তরঃ রিকাবীবাজার মহাজন সমিতির আয়োজনে মিরকাদিমে প্রায় দশ হাজার লোকের উপস্থিতিতে এক বিশাল নির্বাচনী জনসভা মেয়র শহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভার প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য এ্যাড.মৃনাল কান্তি দাস এম.পি আরো উপস্থিত থাকেন জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কামালউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আফসার উদ্দিন ভুইয়া, সাধারন সম্পাদক হাজি সামছুল কবির মাষ্টার, জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ, রামপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাচ্চু শেখ, জেলা কৃষক লীগ সভাপতি মহসিন মাখন, সাবেক জেলা আওয়ামী লীগ সদস্য হাজি সফিউদ্দিন, মিরকাদিম পৌর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নাছির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগ সাবেক প্রচার সম্পাদক,ম.মনিরুজ্জামান শরীফ,সদর উপজেলা আওয়ামী লীগ সাবেক সদস্য শাহে আলম মৃধা, পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলার আবু তাহের, ৪নং আওয়ামী লীগ সভাপতি ও কাউন্সিলার আঃ মজিদ, আধারা.শিলই,বাংলাবাজার,মোল্লাকান্দি, চর কেওয়ার, বজ্রযোগনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, মিরকাদিম পৌর সভার কাউন্সিলারবৃন্দ ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মিরকাদিম পৌর সভার প্রায় পাঁচ হাজার বিএনপি নেতা-কর্মি-সমর্থক মৃনাল কান্তি দাস এর কাছে নৌকা প্রতিক-এ ফুলের তোড়া অর্পন করার মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন।

মৃনাল কান্তি দাস বলেন দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নেরধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন, নির্বাচনী এলাকার উন্নয়ন ও সাধারন মানুষের কল্যানে তিনি সব সময় কাজ করেছেন, আগামীতেও কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যাক্ত করেন।

জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কামাল আহাম্মেদ বলেন ২০১৪ সালের মতো বিএনপি-জামাতচক্র নির্বাচন বানচালের নামে যদি কোন রকম সন্ত্রাসী কর্মকান্ড চালায় মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ তাহা কঠোরভাবে প্রতিহত করবে।

সভার সভাপতি পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন বলেন মিরকাদিম পৌর সভায় নৌকার পক্ষে যে জোয়ার সৃষ্টি হয়েছে, এখানে নৌকা মার্কা বিপোল ভোটে জয় লাভ করবে, কোন অপশক্তিকে মিরকাদিমের শান্তিপুন্ন সহঅবস্থানে অশান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না, ভোট কেন্দ্রের শান্তিপুন্ন পরিবেশ রক্ষায় যা যা করনীয় তাহাই করা হবে। সভাশেষে পৌর মেয়রের নেতৃত্বে মৃনাল কান্তি দাসের সৌজন্যে নৌকার পক্ষেএক বিশাল রেলি মিরকাদিম পৌরসভা প্রদক্ষিন করে পৌরসভায় এসে শেষ হয়।

Leave a Reply