সিরাজদিখানে কর্মীসভা ও ভোট চাইলেন সাবেক উপ প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম

মানুষকে ভোট দিতে দেন। আমাকে যদি একটি ভোট ও দেয় আমি মেনে নেব
নাছির উদ্দিন: সিরাজদিখানে দীর্ঘ ১০ বছর পর ধানের শীষের শ্লোগানে মুখরিত। উপজেলার লতব্দী বিএনপি’র আয়োজনে ক্ষিদিরপুর গ্রামে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক উপ প্রধানমন্ত্রী ও মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন। ইউনিয়ন বিএনপি সহ সভাপতি জাহাঙ্গির আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুছ ধীরণ, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, যুগ্ন সম্পাদক শাহ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদল আলী আক্কাস নাদিম, জেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক সম্রাট ইকবাল, ইছাপুরা ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী কামরুজ্জামান লিপু, রাজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগ্যান, উপজেলা যুবদল যুগ্ন সম্পাদক ইমতিয়াজ নবী, মাসুদ মোল্লা, যুবদল নেতা মাহমুদ হাসান ফাহাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আরিফ খান বিগ্যান প্রমুখ।

এ সময় বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক উপ প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, আমার ৮২ বছর বয়সে এমন নেক্কার জন কাজ আমার সাথে কখোনো করেনি। আমি ৫২ থেকে রাজনিতী করছি দির্ঘ দিন জেল খেটেছি আমার বয়স ৬৫ পর্যন্ত আমি সকৃয় ভাবে রাজনীতি করেছি। মানুষকে ভোট দিতে দেন। আমাকে যদি একটি ভোট ও দেয় আমি মেনে নেব। নির্বাচনের মাঠে লেভেল প্লেন ফিল্ড নেই।

Leave a Reply