ওরে গর্জন, কোথা থেকে অর্জন,
কোন সূত্র পথে মিলাই কোন?
কোন কোন রেখা, কোন বিন্দুকে মিলে?
হুঙ্কার হাঁকে ফের খাবে গিলে!
কোথা থেকে এলো জালেম মন!!!
মেধা শূণ্য হবে ফের জাতি,
সোনার দেশে বন্য হাতি,
গর্জে ওঠে দেয় হানা।
ওরে দামাল ছেলে, স্বাধীন স্বদেশ পেলে,
মুষ্টি হাতে বাঁধো দানা।
ওঠাও মুষ্টি হাত, বাঁচাও বাঙ্গালী জাত,
সতর্কে ফেলো পা।
সময় চলে যায়, হুঙ্কার বিবাট হায়,
পরাজয় যেন না ছোঁয় গা।
Leave a Reply