লৌহজংয়ে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন, গ্রেফতার ৩

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়ার পালগাঁও নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বত্তরা। গত রাত ২টার দিকে গ্রামটির আনন্দ বাজারে অবস্থিত আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুঁড়ে দেয়। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি শহজাহান খানকে প্রধান আসমী করে ১৯জনের বিরুদ্ধে লৌহজং থানায় একটি মামলা হয়েছে। পুলিশ তিন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

লৌহজং থানার ওসি মো. মনির হোসেন জানায়, মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। নির্বাচনের প্রচার প্রচারণার জন্য প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী প্রচারনা ক্যাম্প করেছে। সোমবার রাতে গাওদিয়ার পালগাওয়ের আনন্দ বাজার ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বত্তরা।

লৌহজং উপজেলা যুব লীগের সভাপতি আলমগীর কবির খান জানান, আমরা গত সোমাবার দিবাগত রাত ১টার সময় নির্বাচনী আলাপ আলোচনা করে ক্যাম্প থেকে বাসায় ফিরি। গভীর রাতে আমাদের নির্বাচনী ক্যাম্পে দুর্বত্তরা আগুন দিয়ে পুঁড়ে ফেলেছে। আমাদের ধারণা বিএনপিরা এ কাজটি করেছে। এ ব্যাপারে লৌহজং থানায় আমি বাদি হয়ে ১৯ জন এবং অজ্ঞাত ৭-৮ জনের নামে মামলা করা হয়েছে।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, এ ব্যাপারে লৌহজং থানায় একটি মামলা হয়েছে। থানা বিএনপি’র সভাপতি মো. শাহজাহান খানকে প্রধান আসামী করে ১৯ জনের নামসহ আরো ৭-৮ জনকে আজ্ঞাতনামা আসামী করা হয়েছে। মামলাটি করেছেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. আলমগীর কবীর।

লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজিব খান জানান, প্রাথমিক তদন্তে অভিযান চালিয়ে মামলার এজাহারবূক্ত ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলো ৯ নং আসামী হাটভোগদিয়া গ্রামের ইউনুছ কাজী পুত্র রতন কাজী (৩৫) ১০ নং আসামী পয়শা গ্রামের মৃত আব্দুর রহিম শেখের পুত্র শাহীন শেখ (২৬) এবং ১১ নং আসামী একই গ্রামের আব্দুর মান্নান হাওলাদের পুত্র হাসান হাওলাদার (২৫) । তাদের মুন্সীগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

জনকন্ঠ

Leave a Reply