টঙ্গীবাড়ীতে ১০০ টাকা চুরির অপবাদ দিয়ে এক গৃহবধূর গায়ে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ভুক্তভোগী ওই গৃহবধূ ইভার শরীরের ৭০ ভাগ আগুন পুড়ে গেছে বলে জানা গেছে।
গুরুতর আহত অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটিতে ভর্তি রয়েছেন। এই ঘটনায় আহত গৃহবধূর বাবা ইব্রাহিম শেখ বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের ভোরন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় মঙ্গলবার রাত ১২টার দিকে গৃহবধূর স্বামী মো. রায়হান শিকদার এবং শাশুড়ি আলেমা বেগমকে গ্রেফতার করে বুধবার বিকালে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করেছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, প্রায় চার বছর আগে টঙ্গীবাড়ী উপজেলার ভোরন্ডা গ্রামের আকছির শিকদার এর ছেলে রায়হানের (২৬) সঙ্গে একই উপজেলার বাইনখাড়া গ্রামের ইব্রাহিম শেখের মেয়ে ইভার (২৩) প্রেমের সম্পর্কের মাধ্যমে পরিবারের অনিচ্ছায় বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকার বসবাস করতে থাকেন।
কিন্তু তাদের আলাদা করার জন্য আহতের শাশুড়ি আলেমা বেগম ওরফে রিনা বিভিন্ন সময় বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছিল। এর মধ্যেই তাদের একটি পুত্রসন্তান জন্ম হয়। ওই সন্তান জন্মের পর থেকে আহতের শাশুড়ি ভিন্নপন্থা অবলম্বন করে নিজ পুত্র এবং পুত্রবধূকে মেনে নেয়ার ভান করে তাদের নিজ গ্রামে যান।
এরপর থেকেই শুরু হয় ওই গৃহবধূর ওপর বিভিন্ন রকম অত্যাচার। লোকলজ্জার ভয়ে নির্যাতিত গৃহবধূ তার আত্মীয়স্বজন ও প্রতিবেশী কাউকে কিছু বলত না। তবে প্রতিবেশীরা প্রায় দেখতে পেত ওই গৃহবধূর ওপর নির্যাতন করছে তার শাশুড়ি।
ওই এলাকার ইউপি সদস্য মোক্তার হোসেন শিকদার জানান, ভক্তভোগী গৃহবধূ মেয়েটি নিরীহ ও শান্তশিষ্ট। তাকে কখনও উচ্চস্বরে কথা বলা শুনিনি।
এ ব্যাপারে ভুক্তভোগী গৃহবধূ বলেন, গত ৩ দিন ধরে বিভিন্ন ইস্যু নিয়ে শাশুড়ি আমাকে গালিগালাজ করে আসছে এবং আমাকে খাবার খেতে দিচ্ছিল না। গত পরশুদিন আমাকে গালিগালাজ করলে আমি তাকে খারাপ ভাষায় গালি দিতে মানা করলে সে আমার হাত মুচড়িয়ে দেয়। পরে মঙ্গলবার সন্ধ্যার আমি তাদের ১০০ টাকা আত্মসাৎ করছি বলে আমার স্বামী ও শাশুড়ি আমাকে বিভিন্নভাবে নির্যাতন করে এবং আগে থেকেই এনে রাখা ২ লিটার কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। আমার চিৎকার পার্শ্ববর্তী লোক এগিয়ে এসে আমার শরীরের আগুন নেভায়।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, এই ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
যুগান্তর
Leave a Reply