সিরাজদীখান উপজেলার কামারকান্দা এলাকায় সড়কের পাশের খাদ থেকে বুধবার বিকেলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির এক পায়ের গোড়ালি থেকে নিচের অংশ নেই। ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা সড়কের পাশের খাদে ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ। উপজেলার শেখরনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. আমানুর রহমান আমান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, সেটি তিন থেকে চার দিন আগে ফেলে রাখা হয়। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
সমকাল
Leave a Reply