মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়িবহরে হামলা করা হয়েছে। এ সময় ৫টি গাড়ি ভাঙচুর ও ৪ জন বিএনপিকর্মী আহত হন।
সোমবার দুপুর ২টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার বয়রাগাদি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন। পথিমধ্যে প্রতিপক্ষরা হামলায় চালায়। এ সময় ৫টি গাড়িতে ভাঙচুর করে। ৩-৪ জন দলীয় কর্মী আহত হন।
এ ব্যাপারে সিরাজদিখান ও টঙ্গীবাড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশাদুজ্জামান জানান, বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুরের কথা শুনেছি। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
পরিবর্তন
Leave a Reply