শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতির ইন্তেকাল

আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আকবর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া……..রাজিউন)। তিনি ষোলঘর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। তার মৃত্যতে উপজেলা সেচ্ছাসেবক লীগ ও ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আকবর এই বছরই ষোলঘর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পান। এর আগে তিনি একই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আকবর মেম্বারের পারিবারিক সূত্র জানায়, বুধবার দুপুরে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি স্ত্রী, চতুর্থ শেণীতে পড়–য়া কন্যা ও ১ শিশু পুত্র রেখে গেছেন। আকবর মেম্বারের মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে শোক জানিয়ে উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার বলেন, আকবর মেম্বার সংগঠনের পরিশ্রমী নেতা ছিলেন। সততার কারণে এলাকায় তার জনপ্রিয়তা ছিল।

তার মৃত্যুতে আরো শোক জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক গোলাম সারোয়ার কবির, জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুন, ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম, শ্রীনগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, সাংগঠনিক সম্পাদক সোহেল শাহরিয়া, ষোলঘর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান মেম্বার।

Leave a Reply