মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৭

মুন্সীগঞ্জ শহরের পৃথক স্থানে ডিবি পুলিশের একাধিক অভিযানে ইয়াবাসহ ৭ জন আটক হয়েছে। সোমবার ও মঙ্গলবার শহর ও শহরের উপকন্ঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মোঃ শামীম(২৭), শহিদুল ইসলাম শাওন(৩০), রুমা(৩৮), সালাম(৩০), দেলোয়ার(৩২), রাজু(২৭), আসাদুজ্জামান মিন্টু(৩৮)।

অভিযানের নেতৃত্বদানকারী এস আই সেলিম মাহমুদ জানান, সোমবার দক্ষিণ ইসলাম এলাকা থেকে রুমাকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া মুরমা থেকে ২০ পিস ইয়াবাসহ শহিদুলকে ইসলামকে, ২০ পিস ইয়াবাসহ শামীমকে, ১৬ পিস ইয়াবাসহ সালামকে ও ১৪ পিস ইয়াবাসহ চর মুক্তারপুর এলাকা থেকে দেলোয়ারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৮,৯,১০,১০।

আরও জানান, মঙ্গলবার বিকালে শহরের খালইষ্ট থেকে ১০ পিস ইয়াবাসহ রাজুকে আটক করা হয়। এছাড়া শহরের কোটগাও এলাকা থেকে ১৮ পিস ইয়াবাসহ মিন্টুকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।

অবজারভার

Leave a Reply