অবশেষে মুন্সীগঞ্জ শহরের বৈখরে এক চিহ্নিত মাদক বিক্রেতা পরিবারের বাড়িতে চড়াও হয়েছে চার গ্রামবাসী। পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কমিশনার হোসনে আরা, ৫নং ওয়ার্ডের কমিশনার মতিউর রহমান স্বপনসহ চার গ্রামের বিক্ষুব্ধ জনতা চড়াও হয়। শত চেষ্টা করেও মাদক থেকে ফেরাতে না পেরে গ্রামবাসী ও জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে রবিবার বিকেল পাঁচটায় মাদক বিক্রেতার বাড়িতে চড়াও হয়ে পরিবারটির বাড়িঘর ভাংচুর করে।
বিক্ষুব্ধ গ্রামবাসী জানায়, দীর্ঘদিন ধরে শান্তি (৫০), তার তিন মেয়ে শিল্পী (৩৫), শিউলি (৩৩), পুতুলি (২২), ছেলে বাবু (২৭) ও পুতুলির স্বামী ডালিম (২৮) মাদক বিক্রি করে আসছিল। মাদক বিক্রির কারণে বিভিন্ন এলাকা থেকে মাদকসেবী যুবকরা প্রতিদিন তার বাড়িতে ভিড় জমাচ্ছিল। এলাকাবাসী আরও জানায়, তার বাড়িতে মাদক ক্রয় করতে আসা যুবকদের কারণে এলাকার উঠতি বয়সের মেয়েদের স্বাভাবিক চলাচলে বিঘœসহ সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছিল। এ ব্যাপারে মানববন্ধনসহ নানাভাবে প্রতিবাদ করা হয়। কোন প্রতিকার না পেয়ে অবশেষে রবিবার বিকেল ৫টায় এলাকাকে মাদকমুক্ত করার জন্য চার গ্রামবাসী একত্রিত হয়ে তাদের বাড়িতে যায় এবং তাদের মাদক ব্যবসা না করার জন্য শেষ বারের মতো অনুরোধ করে। তাতেও কর্ণপাত না করায় শেষপর্যন্ত বাড়িতে ভাংচুর চালায় বিক্ষুব্ধ গ্রামবাসী। জনপ্রতিনিধি হোসনে আরা ও মতিউর রহমান স্বপন জানান, গ্রাম থেকে মাদক নির্মূলে এখন গণজারণ সৃষ্টি হয়েছে। সবাই মাদকের বিপক্ষে। আর যারা মাদকের পক্ষে রয়েছে, তাদের আর রেহাই নেই। উল্লেখ্য পরিবারটির বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন জানান, পরিবারটি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে পরিবারের কয়েক সদস্যকে মাদকসহ গ্রেফতার করে নিয়মিত মামলা দেয়া হয়েছে। শান্তি বেগমের বরাদ দিয়ে ওসি আরও জানান, মাদক ব্যবসার জন্য কিছু চিহ্নিত লোকজনকে নিয়মিত টাকা দেয়া হতো। তা না দেয়ার কারণেই এটি ঘটেছে বলে পরিবারটি দাবি করেছে।
জনকন্ঠ
Leave a Reply