আরিফ হোসেনঃ শ্রীনগরে তৃণমূলের ভোটে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মামুন-জিঠু-রেহেনা জয়ী হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শ্রীনগর ঝুমুর সিনেমা হলে আয়োজিত দলীয় প্রার্থী নির্বাচনের সভায় প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন ফলাফল ঘোষণা করেন। এর আগে আওয়ামী লীগের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের বিপরীতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান পদে জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মসিউর রহমান মামুন ৯৫ ভোট, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক মোঃ জাকির হোসেন ৯৩ ভোট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেন ৬৪, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম সবজল ৫ ভোট ও ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম একুল খান ২ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু ৯৩ ভোট, সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার ৮৬, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শেখ মোঃ আলমগীর ৫৮ ভোট, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মৃধা জীবন ১৮ ভোট পেয়েছেন
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি রেহেনা বেগম ১৪৭ ভোট, সভাপতি আছিয়া আক্তার রুমু ২২ ভোট, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলা পারভীন রানু ৪৭, যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক মর্জিনা বেগম মুন্নি ১৮, আঁখি আাক্তার ১০ ও নাজমা বেগম ১২ ভোট পেয়েছেন ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহানা তাহমিনা, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।
Leave a Reply