টংগিবাড়ীতে সড়ক দখল করে দোকান নির্মাণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেসনাল সড়ক দখল করে দোকান নির্মাণ করা হচ্ছে। ইসমাঈল মৃধা নামে প্রভাবশালী এক লোক এ দোকান নির্মাণ করলেও প্রশাসন রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ওই জমিটি কামাড়খাড়া মৌজার আরএস ৮৫৫নং দাগের অংশ, যার মধ্যে আরএস পর্চায় ২১ শতাংশ জমির মালিক জেলা প্রশাসন এবং জমির শ্রেণির মধ্যে সরকারি রাস্তা লিপিবদ্ধ রয়েছে। কোনো রকম নিয়মনীতির তোয়াক্কা না করে ইসমাঈল মৃধা ওই সরকারি রাস্তার জমির মধ্যে এসব দোকান নির্মাণ করছেন।

সরেজমিনে দেখা গেছে, দিঘিরপাড়-মুক্তারপুর সংযোগ সড়কে বেসনাল চৌরাস্তার পূর্ব পাশে এবং বেসনাল চৌরাস্তায় মিলিত হওয়া আকালমেঘ গ্রামের সংযোগ সড়কের দক্ষিণ পাশে বিস্তীর্ণ জমি দখল করে ইটের গাঁথুনি দিয়ে দোকান নির্মাণ করছে শ্রমিকরা। ওই নির্মাণকাজের দায়িত্বে থাকা আজাহার মৃধা জানান, বেসনাল গ্রামের ইসমাঈল মৃধা ওইসব দোকান নির্মাণ করছেন। তিনি শুধু শ্রমিকদের দেখাশোনা করছেন।

এ ব্যাপারে অভিযুক্ত ইসমাঈল মৃধা জানান, রাস্তার পাশে তো অনেকেই জমি দখল করে স্থাপনা নির্মাণ করছে। আমি যে স্থাপনাগুলো করছি এ সম্পর্কে এলাকার চেয়ারম্যান-মেম্বার জানেন। যখন রাস্তার কাজে প্রয়োজন হবে, আমি দখল ছেড়ে দেব।

এ ব্যাপারে কামারখাড়া ইউনিয়ন তহসিলদার মো. গিয়াসউদ্দিন জানান, তিনি নির্মাণকাজে বাধা দিয়েছিলেন। তারা জেলা পরিষদের একটি কাগজ দেখিয়েছেন, কিন্তু ওই কাগজ দিয়ে তিনি ভবন নির্মাণ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।

এ প্রসঙ্গে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

শেয়ার বিজ

Leave a Reply