গজারিয়া নদীতে ট্রলার ডুবিতে এক নারী নিখোঁজ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া এলাকা সংলগ্ন মেঘনার শাখা নদীতে বালুভর্তি বাল্কহেডে ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় এক নারী নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ বেবী আক্তারের(২৩) স্বামী শাহিন মিয়াকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। গজারিয়া থানার এএসআই শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায, আহত শাহীন কুমিল্লার মেঘনা থানার আলীপুরা গ্রামের কামাল মিয়ার ছেলে। মঙ্গলবার দুপুরে ইঞ্জিন নৌকা (ট্রলার যোগে) একটি গরু ও স্ত্রী বেবী আক্তারকে নিয়ে গুয়াগাছিয়া এলাকায় শ্বশুর বাড়িতে যাওয়ার পথে বাল্কহেডের ধাক্কায় তাঁদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এ সময় শাহীন আহত হয়ে প্রাণে বাঁচলেও নিখোঁজ হয় স্ত্রী।

সন্ধ্যা নাগাদ ডুবে যাওয়া ট্রলার ও মৃত গরুটি উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে নিখোঁজ বেবীর সলিল সমাধি ঘটেছে।

অবজারভার

Leave a Reply