অবাদে কাটা হচ্ছে পদ্মা পাড়ের মাটি: নদী গর্ভে বিলীন হচ্ছে বসতবাটি ও ফসলী জমি (ভিডিও)

জসীম উদ্দীন দেওয়ান: চির চেনা পদ্মা নদীর দৃশ্য এইটি। মুন্সীগঞ্জ জেলা শহর থেতে ৪৫ কিলোমিটার দূরের লৌহজং উপজেলার পদ্মা নদীর এমন দৃশ্য চিরচেনা সকলের। প্রমত্তা পদ্মা পাড়ের মানুষের ভাঙ্গা গড়াখেলার গল্পও জানা সকলের। তার মাঝে যদি অবাদে পদ্মা নদীর পাড় কেটে মাটি দস্যুরা লুটে নিয়ে যায়। তবে যে, পদ্মা আরো রাক্ষুসী হয়ে ওঠে অনায়াসে। সুযোগ পেয়ে ক্ষেপে ওঠা পদ্মা ,গ্রাস করে নিয়ে যায় বসতবাটি ও ফসলী জমি থেকে শুরু করে জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ। লৌহজং উপজেলার লৌহজং তেউটিয়া ইউনিয়নের ভোজগাঁও ও বাম্মামান গাঁওয়ের পদ্মার তীরে নরম মাটির বুকে মাটি দস্যু সাহাব উদ্দীন মাদবর বছরের পর বছর এভাবে চালায় শক্ত ভেকু।

আগে কোদালের সাহায্যে মাটি কেটে নৌকায় ভরে ভরে নিয়ে গেলেও এখন ভেকু মেশিনের সাহায্যে মাটি কেটে নিয়ে যায় সহাব উদ্দীন মাদবর। ভেকু ব্যবহারে পদ্মার পাড়ের মাটি কেটে নিয়ে গেলেও স্থানীয় এই সাহাব উদ্দীন মাদবরের ভয়ে কেহ মুখ খোলছেনা। দেখেও যেন সবে না দেখার ভান করছেন সকলে। শুধু দেখা না দেখার গল্পই নয় এখানে। এখানে রয়েছে বসত ভিটার অস্তিত্বের লড়াইও । তবুত মানুষেরা নিজের ও পরিবার পরিজনের জীবনের মায়ায় মুখ বুঝে সহ্য করেন সাহাব উদ্দীনের অত্যাচার। এই বিষয়ে কথা বলেছি স্থানীয় ৯ নং ওর্য়াড মেম্বার ইয়াছিন ও ৬ নং ওয়ার্ড মেম্বার ছোবহান চোকদারের সাথে। সাহাব উদ্দীনের হাত থেকে নিজেদের এলাকার মানুষদের সম্পদ এবং পদ্মার তীর রক্ষার্থে তারাও ব্যার্থতার কথা স্বীকার করেন।

লৌহজং উপজেলা সড়কে দেখা মিলে এই সাহাব উদ্দীন মাদবরের সাথে। জানতে চাই কেন তিনি নদীর পাড় এবং মানুষের জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে? কেনইবা দস্যুপনা করেন, নদীর জেলেদের সাথেও ? বুক ফুলিয়ে বলেন,নদীর পাড় নয়। নদী থেকে দুই কিলোমিটার দুরে গিয়ে নাকি পুকুর কাটছেন এই মাটি দস্যু। তবে কি আমাদের ধারণ করা ভিডিও চিত্র ভুল ব্যাখ্যা দিচ্ছেন,,

সারা দেশ জুড়ে সরকার যেখানে নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী রক্ষা অভিযান চালিয়ে যাচ্ছেন। সেখানে মাটি দস্যু সাহাব উদ্দীনের এমন কাজের জবাব আইনের মাধ্যমে দিবেন বলে জানালেন, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শুধু প্রভাবখাটিয়ে মাটি কাটাই নয়। এই সাহাব উদ্দীন মাদবর পদ্মার ইলিশ জেলেদের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকার চাঁদাও । জসীম উদ্দীন দেওয়ান- মুন্সীগঞ্জ টিভি।

Leave a Reply