প্রচার সেলঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৯তম জম্ম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ নানান আয়োজনের মধ্য দিয়ে জম্মদিন পালন করে।
জেলা আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ লুৎফর রহমানের পরিচালনায় কাচারী প্রাঙ্গনে এক বিশাল পথ সভায় মোঃ মহিউদ্দিন বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক উল্লেখপুর্বক স্থৃতিচারন করেন, তিনি বঙ্গবন্ধুর মানবিকতা, দেশপ্রেমবোধ থেকে শিক্ষা নিয়ে তরুন ও যুব সমাজকে নিজেদের জীবন গড়ার আহবান জানান।
পথসভার পর এক বিশাল র্যালী মুন্সিগঞ্জ শহর প্রদক্ষিন করে কাঁচারী প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরবতী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে ৯৯ পাউন্ডের একটি কেক কেঁটে বঙ্গবন্ধুর জম্মদিন উদ্যাপন করা হয়।। সকালে বঙ্গবন্ধুর প্রকৃতিতে মাল্যদানের মাধ্যমে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, জোহর নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারবর্গ,জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্বার মাগফেরাত কামনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত থাকেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনিছ উজ্জামান, শাহ আলম মল্লিক, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড.সোহানা তাহমিনা, মুন্সিগঞ্জ পৌর মেয়র হাজি মোঃ ফয়সাল বিপ্লব, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন ও বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আফছার উদ্দিন,সাধারন সম্পাদক হাজি সামছুল কবির মাষ্টার,শহর আওয়ামী লীগ সভাপতি পি.পি অ্যাড.আঃ মতিন,সাধারন সম্পাদক সাইদুর রহমান সহ আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
Leave a Reply