সিরাজদীখানে চিকিৎসকের অভাবে সেবা ব্যাহত

সিরাজদীখানে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রায় আড়াই লাখ মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসক সংকটের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

হাসপাতালটি জেলার দুই উপজেলার সীমান্তবর্তী হওয়ায় পার্শ্ববর্তী শ্রীনগর ও লৌহজং উপজেলা থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু প্রয়োজনের তুলনায় চিকিৎসক না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৫০০-৬০০ রোগী চিকিৎসা নিতে আসেন। গরমের মৌসুমে রোগীর সংখ্যা আরও বাড়ে। সূত্র আরও জানায়, ৫০ শয্যার জন্য চিকিৎসক প্রয়োজন ২১ জন। বর্তমানে ১১ জন চিকিৎসক রয়েছেন। নাক, কান, গলা ও কার্ডিওলজিস্ট প্রেষণে আছেন। চর্ম, যৌন, চক্ষু ও হাড়জোড় বিশেষজ্ঞ পদ খালি রয়েছে।

সরেজমিন দেখা যায়, হাসপাতালটির মূল ফটক দিয়ে প্রবেশ করতেই দেখা গেল বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘ লাইন। বাইরে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন তারা। এ সময় হাসপাতালের ভেতরে রোগীর উপচেপড়া ভিড় দেখা যায়। প্রতি কক্ষে রোগীর দীর্ঘ লাইন। সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায় শিশু কনসালট্যান্টের কক্ষে। কক্ষের ভেতরে তিন-চারজন রোগীকে একসঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের ভেতরে বেঞ্চে বসে অপেক্ষা করছেন অনেকে।

সেলিনা হোসেন নামে এক রোগী জানান, এখানে হৃদরোগ, সার্জারি, মেডিসিন, চর্ম, যৌনসহ, নাক, কান গলা, চোখের জন্য কোনো বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদিউজ্জামান বলেন, এ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবল সমস্যাটা সবচেয়ে বেশি। চিকিৎসাসেবা চলমান রাখতে ২১ জন চিকিৎসক দরকার। সেখানে সব মিলিয়ে চিকিৎসক আছে মাত্র ১১ জন। মাঝে মধ্যে রোগীর অনেক চাপ থাকে। তখন হিমশিম খেতে হয় তাদের। তাই যেসব পদ শূন্য আছে সেখানে দ্রুত নিয়োগ দিতে হবে। যারা এখানে নিয়োগ নিয়ে অন্যত্র কাজ করছেন, তাদের হয় এখানে ফিরিয়ে আনা হোক, নয়তো তাদের পদগুলো শূন্য করে নতুন নিয়োগের ব্যবস্থা করা হোক।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন সুমন বণিক বলেন, সমস্যা সমাধানের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি নিজেও পরিচালক মহোদয়ের সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলেছি। আশা করছি খুব শিগগিরই নতুন নিয়োগ হবে।

সমকাল

Leave a Reply