মুন্সীগঞ্জে সদর উপজেলা নির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভা কক্ষে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

সদর উপজেলার নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা গাজীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আলী আহম্মেদ বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনি: সহ-সভাপতি শাহ আলম মল্লিক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, সম্মেলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড. সোহানা তাহমিনা, ইউপি চেয়ারম্যান সামসুল কবির মাস্টার, আক্তারউজ্জামান জিবন, আবুল হাসেম লিটন, সোরহাব হোসেন পীর প্রমুখ। এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলার মুক্তিযোদ্ধার অংশগ্রহন করেন।

বিডি২৪লাইভ

Leave a Reply