মুক্তারপুরে ৯০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম(বার) স্যারের প্রত্যক্ষ র্নিদেশনায় মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব খন্দকার আশফাকুজ্জামান এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ জনাব মোঃ এসএম আলমগীর হোসেন, ইন্সপেক্টর জনাব মোঃ আনিচুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যদের যৌথ অভিযানে মুন্সীগঞ্জ সদর থানাধীন মুক্তারপুর এলাকায় অবৈধ কারেন্ট জালের বাসাকাম কারখানায় অভিযান পরিচালনা করিয়া মোট-৯০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যাহার আনুমানিক মূল্য=১৩,৫০,০০,০০০/- (তের কোটি পঞ্চাশ লাখ) টাকা। অবৈধ কারেন্ট জালের কারখানার মালিক মোঃ আসলাম ফকির(৪২), পিতা-মৃত আব্দুল আজিজ ফকির, সাং-মুক্তারপুর, থানা ও জেলা-মুন্সীগঞ্জ-কে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়। আটককৃত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

লেখা ও ছবিঃ জেলা পুলিশের ফেবু থেকে

Leave a Reply