মুন্সীগঞ্জের সিরাজদীখানে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে সিরাজদীখান থানা পুলিশ। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার নতুন ভাসানচরের আলমগীর হোসেনের বসতবাড়ির উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, দুটি সাবল, একটি কেচি ও একটি বৈদ্যুতিক টেস্টার জব্দ করে পুলিশ। আটকরা হলো- নারায়ণগঞ্জ জেলার সদর থানার দেওভোগ লক্ষ্মীনারায়ণ আখড়া গ্রামের সুব্রত কুমার সাহার ছেলে বাপ্পী সাহা, শহিদনগর গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মো. হানিফ ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার উত্তর গোপালনগর (চর বক্তাবলি) গ্রামের আবুল কাশেমের ছেলে গনি আমিন পারভেজ। আটকদের বিরুদ্ধে সিরাজদীখান থানার মামলা করে কোর্টে পাঠানো হয়েছে।
থানার ওসি ফরিদ উদ্দিন বলেন, সোমবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয় এবং গতকাল মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।আসামিদের কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
সমকাল
Leave a Reply