আরিফ হোসেন: শ্রীনগরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সীয়া গ্রামের একটি পরিত্যক্ত ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ওই দিন সকালে ধান কেটে নেওয়া একটি জমিতে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী জানান, ধারণা করা হচ্ছে ১৫-২০ দিন আগে অন্য কোথাও হত্যা করে কৌশলে লাশটি এখানে ফেলে রেখে গেছে। লাশটির দেহাবশেষ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ডিএনএ টেষ্টের রিপোর্ট পেলে বলা যাবে লাশটি নারী নাকি পুরুষের।
Leave a Reply