মুন্সীগঞ্জের কাগজীপাড়ায় দাতব্য চিকিৎলয়ের নতুন ভবণের উদ্বোধন

জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার দক্ষিন কাগজী পাড়ায় পিতা-মাতা স্মরনে দাতব্য চিকিৎলয়ের নতুন ভবনের উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ব বিষয়ক সম্পাদক অ্যাড. মৃনাল কান্তি দাস। শুক্রবার সন্ধ্যায় দেশ বরেন্য শিল্পপতি আলহাজ্ব খবির উদ্দিন মোল্লার কূলখানি অনূষ্ঠান শেষে এই পাঁচ তলা ভবনটির উদ্বোধন করা হয়। এর আগে হাজি খবির উদ্দিন মোল্লার জন্ম ভিটায় স্বল্প পরিসরে দাতব্য চিকিৎসালয় পরিচালিত হয়ে আসছিলো। এবার বহুতল এই ভবনে চিকিৎসা সেবা বাড়বে বলে মনে করা হচ্ছে। দাতব্য চিকিৎসালয়ের পরিচালক হাজি মোল্লা মো: মজনু, মিজানুর রহমান মোল্লা ডানু, মনসুর আহামেদ কালাম , হাছিনা গাজি মো: হোসেন রেনু, মহসিন মাখন, আলহাজ্ব আব্দুল জলিল মাদবরসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিগন এসময় উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানান, মোল্লা সল্ট ফাউন্ডেশনের অর্থায়নে গড়ে ওঠা দাতব্য চিকিৎলয়ের প্রথম ও ২য় তলায় আপাতত মেডিসিন ও ডায়াবেটিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো কয়েকটি বিভাগ এই চিকিৎসালয়ে সংযোগ করা হবেও জানান তারা। এদিকে কাগজীপাড়া নিজ গ্রামে আলহাজ্ব খবির উদ্দিন মোল্লার কুলখানিতে জেলার স্বনামধণ্য ব্যাক্তিবর্গ ছাড়াও নানা শ্রেনী পেশার হাজার হাজার মুসল্লীরা অংশগ্রহণ করে দোয়াও ইফতারে শরীক হয়ে মরহুম খবির উদ্দিন মোলার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজি ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, বিশিষ্ট শিল্পপতি জাহাঙ্গীর আলম এই কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এসময়

Leave a Reply