নাছির উদ্দিন: সিরাজদিখানে সন্ত্রাসী অনুপ্রবেশকারীদের মদদাতার অভিযোগ তুলে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেনের বহিস্কারের দাবীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা আওয়ামীলীগের একাংশ নেতারা। রবিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার সমবায় মার্কেট এলাকায় সিরাজদিখান আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীদের ব্যানারে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ ফজলুল হকের নেতৃতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাফেজ মোঃ ফজলুল হকের অভিযোগ করে বলেন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও লতব্দী ইউনিয়ন চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন হাইব্রীড নেতা চিহ্নিত সন্ত্রাসী দিলবার ও তারাকে মদদ দিয়ে লতব্দী ইউনিয়ন দলে প্রবেশ করে ত্যাগী নেতাকর্মীদের হামলা করছে। এখন আ’লীগের কর্মীদের উপর বিভিন্ন সময় হামলা ও নির্যাতন চালছে। এসব অনুপ্রবেশকারী দিয়ে দীর্ঘদিন যাবত এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াচ্ছে, এতে প্রকৃত আওয়ামীলীগ কর্মী কোণঠাসা হয়ে পরছে। সংবাদ সম্মেলনে উপজেলা সাধারণ সমপাদক এসএম সোহরাব হোসেনের পদত্যাগের দাবী জানাই।
এসময় উপস্থিত ছিলেন,জেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জামাল হোসেন, উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য নেতা সাইফুল রহমান দিপু, আ’লীগ নেতা হানিফ, দেলোয়ার, আব্দুস সামাদ, হিরন, শাহজাহান বেপারী, রফিক, রবিউল হাসান প্রমুখ। সংবাদ সম্মেলনে উপস্থিত ক্ষুব্দ নেতাকর্মীর সিরাজদিখান বাজার এলাকা বিক্ষোভ মিছিল করেন।
উপজেলার আ’লীগ সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন দৈনিক আলোকিত সকাল কে জানান, হাফেজ মোঃ ফজলুল হক আ’লীগের কিছুই না। আ’লীগের কোন পদে নাই। কেন্দ্রীয় সিদ্ধান্তে আ’মীগ থেকে বহিস্কৃত সদস্য। আ’লীগ আর তাকে পুর্ণরায় নেয়নি। সে আ’লীগের সাধারণ কর্মী। কর্মী হিসাবে সে উপজেলা কমিটির সভাপতি, জেলা কমিটির সভাপতি অথবা কেন্দ্রে লিখিত অভিযোগ দিতে পারে। তারা সিন্ধান্ত নিতে ব্যর্থ হলে সংবাদ সম্মেলন করতে পারে।
উপজেলার আ’লীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহ্মেদ জানান, তারা দুইজন একই ইউপিঃ প্রার্থী হবার কারণে অন্তকোন্দল । হাফেজ মোঃ ফজলুল বর্তমানে প্রার্থমিক সদস্য ।
Leave a Reply