মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুর বাড়ির লোকজনের মারধরের শিকার হয়ে কীটনাশক পানে স্কুল শিক্ষক সোলায়মান প্রধানের (৩০) আত্মহত্যার ঘটনায় স্ত্রীসহ ৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
রোববার গজারিয়া থানার ওসি মোহাম্মদ হারুন উর রশিদ জানান, শিক্ষকের ভাই মিজানুর রহমানের দায়ের করা মামলায় রুহুল আমিন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আতিকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সোলায়মান প্রধান ওই গ্রামের আব্দুল মালেক প্রধানের ছেলে। সে কুমিল্লার মেঘনা উপজেলার ফুলতলী মোজাফফর আলী হাই স্কুলের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টায় আতিকনগর গ্রামের নিজ বাড়িতে স্কুল শিক্ষক সোলায়মান প্রধান ও তার স্ত্রী মহাসীনা সরকারের মধ্যে ঝগড়া হয়। খবর পেয়ে শ্বশুর বাড়ির লোকজন ছুটে এসে স্কুল শিক্ষক সোলায়মানকে মারধর করে। এরপর ওই স্কুল শিক্ষক নিজ বাড়িতে থাকা কীটনাশক পান করেন। পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওই রাতেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অবজারভার
Leave a Reply