মুন্সীগঞ্জে আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী মো. মাহবুবুর রশিদ সবুজের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনকারীরা আইনজীবী সবুজের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী আর্শেদ উদ্দিন চৌধুরী, সামসুন্নাহার শিল্পী, আইনজীবী তোতা মিয়া, আইনজীবী দেলোয়ার হোসেন, আইনজীবী গোলাম মাওলা তপনসহ, শতাধিক আইনজীবী এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখ্য, বুধবার (১২ জুন) সন্ধ্যায় শহরের লিচু তলা এলাকায় আইনজীবী মাহবুবুর রশিদ সবুজের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

দৈনিক অধিকার

Leave a Reply