সদরের বজ্রযোগিনী ইউনিয়ন আওয়ামীলীগের নতুন কমিটি গঠণ করা হবে অতি শীঘ্রই এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এখানে গত জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপি নেতাদের আক্রমনে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসার পর মারা যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: শাহাবুদ্দিন শেখ। এছাড়াও সাধারন সম্পাদক আনিস শেখের ইন্তেকালের পর পদ দুটি শূণ্য হয়েছে। এদিকে নতুন করে কাউন্সিল করে কমিটি ঘোষণা করা হবে বলে আলোকিত মুন্সীগঞ্জ’কে একাধিক সূত্র জানিয়েছেন।
কাজী পলাশ বর্তমানে বজ্রযোগিনী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। ক্লিন ইমেজ হিসেবে খ্যাত এই যুবলীগ নেতাকে সামনে আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে দেখতে চান তৃণমূলের নেতারা। সে দীর্ঘদিন যাবৎ রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত।
তিনি বলেন, আমাকে যদি সকলে সাধারন সম্পাদক হিসেবে চায় তাহলে আমি প্রার্থী হবো। জন সাধারণের জন্যই রাজনীতি করি। শান্তির রাজনীতিকে ভালবাসি।
আওয়ামীলীগ সূত্রে জানা গেছে, ক্লিন ইমেজ ও নতুন নেতৃত্ব ও পারিবারিক খোঁজ খবর নিয়েই গুরুত্বপূর্ণ পদ দেয়া হবে।
কাজী পলাশ আওয়ামী পরিবারের সন্তান। সেই সুবাদী তিনি অনেকটা এগিয়ে আছেন বলে স্থানীয় তৃণমূল নেতাকর্মিরা মনে করছেন।
আলোকিত মুন্সীগঞ্জ
Leave a Reply