গজারিয়ায় বাল্য বিয়ে ও সচেতনতা কার্যক্রম চলছে সমান তালে

মুন্সীগঞ্জের গজারিয়ার উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ এবং বাল্যবিবাহের কুফল বিষয়ক সচেতনমূলক প্রশিক্ষণ ও আলোচনা সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুরে গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, গজারিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল্লাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি।

সভা শেষে বাল্যবিবাহ প্রতিরোধে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী।

পক্ষান্তরে উপজেলার বিভিন্ন গ্রামে একর পর এক বাল্য বিবাহ অনুষ্ঠিত হচ্ছে। অধিকাংশ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা বাল্য বিয়ে প্রতিরোধে স্থানীয় কর্তৃপক্ষকে জানানোর পরও কোন সুফল মিলছে না।

সম্প্রতি মুক্তিযোদ্ধা শহীদ নজরুল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্য বিয়ে নিয়ে ধূম্যজাল তৈরী হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাল্য বিয়ের খবরে চরবাউশয়া গ্রামের ছেলের বাবাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে। পরে আবার বিয়ে হয়নি বলে ছেলের বাবা মুচলেকা দেন স্থানীয় কর্তৃপক্ষ।

উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা রিপন মিয়ার কন্যা স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী রিনী আক্তারের বাল্য বিয়ে অনুষ্ঠিত হয়েছে ৭ জুন শুক্রবার। স্থানীয় একাধিক সচেতন ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা ও মহিলা বিষয়ক অফিসারকে অবগত করেন। কিন্তু বাল্য বিয়েটি ঠেকানো যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি মাসের অনুষ্ঠিত মাসিক উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা রমজান আরা তাঁর বক্তব্যে জানান, যে সকল জন প্রতিনিধি ও সংবাদ কর্মী বাল্য বিয়ের সংবাদ প্রদান করবেন তাঁদেরকে সংশ্লিষ্ট মামলার স্বাক্ষী হতে হবে অন্যত্থায় কোন বাল্য বিয়ের সংবাদ দেয়ার দরকার নেই। পরে অবশ্য কমিটির সভাপতি ও ইউএনও তাঁর বক্তব্যরের সঙ্গে দ্বিমত পোষন করেন।
অথচ মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে গড় হাজিরার অভিযোগ করেন তাঁর কার্যলয়ে সেবা নিতে আসা ভুক্তভোগীরা।
বাল্য বিয়ের স্বাক্ষীর বিষয়টি রমজান আরা স্বীকার করে. কার্যালয়ে গর হাজির থাকার কথা অস্বীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী জানান, বিয়ে রেজিস্ট্রেশন না থাকায় অনেক ক্ষেত্রে বাল্য বিয়ে প্রমান করা সম্ভব হয় না।

অবজারভার

Leave a Reply