মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল মৃধার বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সদর থানা ছাত্রলীগ। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
গত বৃহস্পতিবার স্বর্ণালংকার ও টাকা চুরি এবং মারধরের মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তিন দিনের অন্তর্বর্তী জামিন পান এই নেতা। ওই মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে আজ মানববন্ধন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ মিয়া, সাধারণ সম্পাদক লিয়াকত আলী লাকুম, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাগর হোসেন, সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. নিবির আহম্মেদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
এনটিভি
Leave a Reply