অঝরো বাদল দিনে – জসীম উদ্দীন দেওয়ান

অঝোর বৃষ্টির দিনে, সুখের উল্লাস মনে মনে।
হেসো মোর সনে, ঘোর সুখের বনে।
কদমে কদমে খানিক্ষন, পিচ্ছিল চরণের আচরণ।
গাঁয়ের পথটা বহেছে লাজুক বধূর ধরন।
আমি হারিয়েছি শীতল বায়ে,
ইছামতীর ডিঙি নায়ে,
আঁকাবাঁকা উভয় পথ বেয়ে,
তীপ্ত সুখ লয়ে।
যেবা সঙ্গী হলো, কেবা পথে নিয়ে এলো,
এলোমেলো বৃষ্টি ও বায়।
কোন মুগ্ধতায়, মন হারায়!
আষাঢ়ের কদম ডালে, ঝিরিঝিরি বৃষ্টির তালে।
ব্যাকুলতায় হিম বায়ু বয়,
সুখ স্পর্শ মনের কথা বুঝি কয়।
কজনারে সাজিয়ে সাথে লয়।
অমন ঝিরিঝিরি দিনে,
আপনারে নাওনা চিনে।
ঘোর বাদলনুখী ক্ষনে,
সুখের উল্লাসে গাঢ়ো বনে,
অমন ঝিরিঝিরি বাদল দিনে।

Leave a Reply