নাছির উদ্দিন: মুন্সীগঞ্জের সিরাজদীখানে সর্বত্র চলছে ছেলে ধরা আতঙ্ক। পাড়া-মহল্লা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে এই আতঙ্ক দেখা দিয়েছে। আতঙ্কে গ্রামের শিশুরা এখন বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে। ছেলেধরা আতঙ্ক এতোদূর পৌঁছেছে যে, অভিভাবকরা তাদের শিশু সন্তানদের শিক্ষকের কাছে অথবা একাকি স্কুলে যেতে দিচ্ছেন না। পারলে সঙ্গে নিজেরা যাচ্ছেন, অথবা দলবদ্ধ হয়ে পাঠানোর চেষ্টা করছেন।
এদিকে ছেলেধরা গুজব রোধ এবং ছেলে ধরা সন্দেহে কাউকে আটক করে মারধর না করে পুলিশকে জানানোর আহবান জানিয়ে থানা পুলিশ গণসচেতনতামলূক মাইকিং করছেন। গতকাল মঙ্গলবাল দিনব্যাপি উপজেলা ১৪টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ মাইকিং করা হয়।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন বলেন, ছেলে ধরা বিষয়ে যা প্রচার হচ্ছে তার সবই গুজব । আমরা আজকে পুলিশ প্রশাসন থেকে মানুষকে সচেতন করার লক্ষ্যে সিরাজদীখান থানার ১৪টি ইউনিয়নে মাইকিং করেছি এবং যারা এ গুজব ছড়াচ্ছে তাদের সনাক্ত করার জন্য আমরা তৎপর আছি।
Leave a Reply