নিখোঁজের দু’দিন পর ধলেশ্বরী নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে নিখোঁজের দু’দিন পর পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. রিয়াদ। সে সদরের উত্তর ইসলামপুর এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (২৫ জুলাই)সকালে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরী নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা।

নিখোঁজ শিশুর পরিচয় নিশ্চিত করে বিকাল ৩টায় মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নেওয়াজ উদ্দিন আহমেদ জানান, সদরের মুক্তারপুর ব্রিজ সংলগ্ন মিরেশরাই এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসে শিশু রিয়াদ। মঙ্গলবার (২৩ জুলাই) বিকালের দিকে ধলেশ্বরী নদীর তীরে একটি বাল্কহেডে খেলাধুলা করতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। এরপর নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা খোঁজাখুঁজি করলেও সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লঞ্চঘাট এলাকা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

বাংলা ট্রিবিউন

Leave a Reply