মুন্সীগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাতজন

জসীম উদ্দীন দেওয়ান: ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাতজন রোগি এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেছে। যার মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা সবে এখানেই চিকিৎসা সেবা নিচ্ছেন। আক্রান্তরা কেউ ঢাকা চাকুরি করে বা কেউ বেড়াতে গিয়ে এডিস মশার শিকার হয়েছেন। তবে রোগি বা রোগির স্বজনের আতঙ্কিত না হয়ে, সঙ্গে সঙ্গে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পাশাপাশি, ডেঙ্গু জ্বর হতে রেহায় পেতে, মশারী খাটিয়ে ঘুমানো এবং বাড়ির আশপাশ পরিস্কার রাখার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি। এছাড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে বেশি করে তরল খাবার খেতে পরামর্শও দিয়েছেন তিনি।

Leave a Reply