সিরাজদিখানে শত্রুতা করে ইউপি সদস্য এক মাছ চাষীর ৫ লাখ টাকার ক্ষতি করা হয়েছে। রোববার গভীর রাতে সিরাজদিখান উপজেলায় জৈনসার গ্রামে এ ঘটনা ঘটে। জৈনসার ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মাছ চাষী আবদুল করিম সরদারের সঙ্গে শত্রুতা করে তার ১টি মাছের ঘেরের মাছ ছেড়ে দেয়া হয়। এতে পুকুরের সব মাছ চলে যায়। ইউপি সদস্য মাছ চাষী আবদুল করিম জানান, আমার ঘেরে, রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, সরপুঁটিসহ কার্প জাতীয় বিভিন্ন ধরনের মাছ চাষ করি। যার বাজার মূল্য প্রায় ছয় লাখ টাকা।
প্রতিদিনের মতো শনিবার রাত ১২টা পর্যন্ত ঘের পাহারা দিয়ে বাড়িতে চলে যাই। রোববার সকালে খবর পেয়ে এসে দেখি ঘেরের সব মাছ জাল ওঠিয়ে ভাসিয়ে দিয়েছে। এতে আমি নিঃস্ব হয়ে গেছি। ধারদেনা করে এ চাষ করেছিলাম। এখন আমি কিভাবে দেনা শোধ দেব। নুর ইসলাম জামাদারের ছেলে আমির হোসেন জমাদার বাদলসহ (৫০) যারা এ ঘটনা ঘটিয়েছে আমি তাদের উপযুক্ত শাস্তি চাই।
আমির হোসেন জমাদার বাদলরা বিভিন্ন বিষয়ে আমিসহ আমার পরিবারের লোকজনের সঙ্গে শত্রুতা। গত বছর আমি জৈনসার জণকল্যাণ সংসদ (ক্লাব) হতে ২ বছর মেয়াদে মাছ চাষ করার জন্য চুক্তিপত্রের মাধ্যমে ৫৬ শতাংশ পুুকুর সন জমা নেই এবং একই গ্রামের আবদুুল আলী মাস্টারের পুত্র তৌহিদের কাছ হইতে পুকুর এবং নাল জমি ১১৯ শতাংশ সন জমা নিয়া উক্ত পুকুরে মাছের পোনা ছাড়ি। সোমবার সকালে আমার মামাতো ভাই আমির হোসেন দেওয়ান মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে, পুকুরে ঘের দেয়া জাল উঠিয়ে পুকুরে থাকা মাছ ছেড়ে দিয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত আমির হোসেন জমাদার বাদল বলে, আমি মেম্বারের জাল উঠিয়ে মাছ ছেড়ে দেইনি। মেম্বার আবদুল করিম রোববার সকালে ইউসুফ সরদারকে দিয়ে জাল উঠিয়ে আমার নামে অভিযোগ দিচ্ছে। আমার নামে জাল উঠিয়ে মাছ ছেড়ে দেয়ার অভিযোগ মিথ্যা।
যুগান্তর
Leave a Reply