আরিফ হোসেনঃ শ্রীনগরে প্রবাসী ২ ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ওই এলাকার সিঙ্গাপুর প্রবাসী আলমগীর হোসেন (৪৩) ও লন্ডন প্রবাসী জাফরুল ইসলাম (৪০) এর উপর শাহ আলম ও তার শ্যালক শাহজাহানের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে ২ ভাইকে কুপিয়ে জখম করে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। গুরতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এঘটনায় শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী জানান, এব্যাপারে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply