আরিফ হোসেনঃ শ্রীনগরে যুবলীগ নেতার উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মিলনের উপর হামলার মূল নায়ক বাড়ৈখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউসার আহমেদ রণির বিভিন্ন অপকর্ম তুলে ধরে তাকে দল থেকে বহিস্কারের দাবী জানান। এসময় তারা নিজ দলের সাংগঠনিক সম্পাদকের উপর হামলার বিষয়টি উল্লেখ করে নিন্দা জ্ঞাপন করেন। হামলার শিকার বাড়ৈখালী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন বলেন, যুবলীগের সভাপতি নামধারী কাউসার আহমেদ রণি ও পিচ্চি হান্নানের সহযোগী এবং ভায়ড়া কানা লিটনের অস্ত্রের ঝনঝনানিতে আড়িয়ল বিল ও বাড়ৈখালীর লোকজন অতিষ্ট। তিনি রণি ও লিটন বাহিনীর দৌরাত্ব বন্ধে অনতিবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেণ।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনি সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবিদুর রহমান সানু, উপজেলা যুবলীগের সহ সভাপতি আঃ মান্নান, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোজাম্মেলক হক সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক নূর আলম, ছাত্রলীগ নেতা ফয়সাল হোসেন প্রমুখ।
শুক্রবার সন্ধ্যায় বাড়ৈখালী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন এর উপর হামলা চালায় রণির ও লিটনের লোকজন হামলা চালিয়ে হাতুরি পেটা করে। এঘটনায় মিলনের বাবা হালিম মেম্বার বাদি হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেণ।
This is not equal justify news. We agreed that other side people is not good. But you should make another report on Milon that what he did last 8/10 years. Nobody protest as he has the most powerful gang at Baraikhali area. Its very pain to us that report is not reflect the sounds of general people. You should investigate more on this.