লৌহজংয়ে আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযানে ফেন্সিডিলসহ নেতার চাচাত ভাই আটক

জসীম উদ্দীন দেওয়ানঃ লৌহজং উপজেলা আওয়ামী লীগ নেতা বিএম শোয়েব বেপারীর বাড়িতে অভিযান চালিয়ে একটি লাগেজ ও একটি ছোট আকারের বস্তা ভর্তি ফেন্সিডিল জব্দ করেছে।

র‍্যাব ১১ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে লৌহজং উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক বিএম শোয়েব বেপারীর চাচাত ভাই মিন্টু বেপারী ও রনি নামের দুই মাদক কারবারীকে আটক করেছে বলে জানান, র‍্যাব ১১ কোম্পানি কমান্ডার এসপি এনায়েত হোসেন মান্না। এদিকে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে মাদক উদ্ধার ও নেতার চাচাতো ভাই মাদক কারবারে জড়িত থাকার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ শিবিরে নিন্দার ঝড় ওঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতাই এ ঘটনায় ধিক্কার জানিয়ে সমাজ থেকে মাদক নির্মূলে আরো জোড়ালো ভূমিকা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Leave a Reply