শ্রীনগরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান

আরিফ হোসেনঃ শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে শোককে শক্তিতে রুপান্তর করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। এসময় তারা তৃণমূলের মতামতের ভিত্তিতে ওয়ার্ড কমিটি গঠনের পরামর্শ দেন।

রবিবার সন্ধ্যায় উপজেলার শ্রীনগর নাপিতবাড়ী এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।

শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আঃ মান্নান মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ অনলাইন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মালুম,যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, জেলা যুবলীগের সহ সভাপতি স্বপন রায়, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান, হাঁসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আহসান হাবীব, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, উপজেলা যুবলীগের সহ সভাপতি শাহিনুর আলম শাহিন, যুগ্ন সম্পাদক মোঃ জুয়েল লস্কর, শ্রীনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সহ সভাপতি আমির হোসেন মিলন, সাধারণ সম্পাদক আজিজুল হাসান, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম তালুকদার, দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা জাকির হোসেন প্যারট, সিফাত,শামীম প্রমূখ।

Leave a Reply