আমি কি আর বুঝবো বচন?
গহিনে হায় ধরলে পঁচন!
ধরার স্বাদে আত্মহারায়,
অমরত্বে কদম বাড়ায়।
চিন্তাহীন মোর মস্তিষ্কের ফল,
কোনটা সফল, কোনটা বা বিফল?
ধরলে কথা, যথা তথা, হয়না যে আর হৃদয় সচল।
আমি কি আর বুঝবো বচন?
আমা তরে আমি নই আইন।
বেআইনি সব নিলো রে ফাইন।
এত্তো কড়ি, কামাই কড়ি,
কি লাভ ভাবো দিল দরদি।
আমি কি আর বুঝতে পারি,
যে বচন হয় খুবটি ভারি।
যে বচনে গতর কাঁপে,
কাঁপছে মনের গহিন মাপে,
বুঝতে হলে সাধন করে,
সঠিক পথের পথটি ধরে,
সে বুঝি যায় হিসেব কষে,
বে হিসেবে বিদ্রূপ হেসে।
সৃষ্টি শুদ্ধি চলে নাচন,
তব বুঝি মিললো বচন।
Leave a Reply