শ্রীনগরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আরিফ হোসেনঃ শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার মুন্সীরহাটি এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এসএম বাবুল হোসেন ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক শামীম আহমেদ।

শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ ডালু, জেলা পরিষদ সদস্য নুরজাহান বেগম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা নোমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কাদির লিটন, যুবলীগের সভাপতি ফিরুজ আল মামুন, সাধারণ সম্পাদক নেছারউল্লাহ সুজন, সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, কৃষকলীগ নেতা আঃ রহিম, কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রাব্বি প্রমুখ।

Leave a Reply