টঙ্গীবাড়িতে শালিশে বৈঠকে মারামারি আহত ৩

জাহাঙ্গীর আলম: মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়িতে শালিশ বৈঠকে দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ৩জন। উপজেলার বাড়ৈইপাড়া গ্রামে বুধবার রাতের সংঘর্ষের ঘটনায় আহতরা টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। গুরুতর আহত ঈসমাইল সৈয়াল, আরিফ সৈয়াল ও ইমন সৈয়াল হাসপাতালে ভর্তি হয়। মারামারির ঘটনায় ঈসমাইল সৈয়ালের ছেলে বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন।

স্থানীয় রাজিব গ্রুপের সাথে পূর্ব শত্রুতা আর বিচারের সময় অশালীন কুরুচীপূর্ন কথাবার্তাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্্েরর কর্মকতা আবুল বাসার জানান- মারামারি ঘটনায় শারীরিক আঘাত নিয়ে ৩জন ভর্তি হয়েছে তারা চিকিৎসাধীন। টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ আওলাদ হোসেন জানান- শালিশে বৈঠকের ঘটনায় মারামারির বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে, ঘটনার তদন্ত চলমান।

Leave a Reply