মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় নব-নির্মিত একটি রাস্তা ভেঙে পড়েছে। এতে আড়িয়ল ইউনিয়নের কুরমিড়া ও তার আশেপাশের এলাকার কয়েক হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, আড়িয়ল মাদ্রাসার পূর্বপাশ থেকে উত্তর কুরমিরা পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তাটি গত বছর কার্পেটিং করে টঙ্গীবাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)।
সরেজমিনে গিয়ে দেখা গেছে আড়িয়ল-কুরমিরা গ্রামের যাতায়াতের সড়কটির দুপাশ অনেক স্থানে খালের মধ্যে ধসে যাওয়ায় ওই রাস্তাটি যানবাহন চলাচলের অনুউপযোগী হয়ে পড়েছে। ফলে এলাকার লোকজন পায়ে হেঁটে ওই রাস্তাটি পারাপার হচ্ছে।
ওই এলাকার স্থানীয় বাসিন্দা মো. অনিক কবির জানান, নির্মাণের এক বছর না পেরোতেই সড়কটির দুপাশ ভেঙে পড়েছে। দ্রুত সংস্কার না করা হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পরে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, রাস্তাটি সংস্কারের জন্য ইতোমধ্যে বরাদ্দ চাওয়া হয়েছে।
দৈনিক অধিকার
Leave a Reply