মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ১৪৪ ক্যান বিয়ারসহ তিন যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার পাকিরাপাড়ে গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র্যাব।
আটক যুবকরা হলেন- উপজেলার পাকিরাপাড়া গ্রামের মৃত হামিদ শেখের ছেলে মো. বাবুল হোসেন (২৬), শেখ সাদিকের ছেলে সবুজ (২৪), আলী আকব্বরের ছেলে আরিফ হোসেন (২৫)।
র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শ্রীনগর উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পাকিরাপাড়া গ্রামের তিন মাদকবিক্রেতাকে ১৪৪ ক্যান বিয়ারসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply